টিউলিপ কন্যাকে কোলে নিয়ে উচ্ছ্বাসিত শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সফরে বুলগেরিয়ায় যাওয়ার পথে গতকাল রোববার বিকেলে লন্ডনে পৌঁছেছেন। লন্ডনের সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নবজাত কন্যাকে কোলে তুলে নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসনিাকে বেশ উচ্ছ্বাসিত দেখাচ্ছিল।
শেখ হাসিনা সরকারি এ সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরামে’ যোগ দেবেন। গতকাল রোববার বিকেল ৪টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী একটি সুশোভিত মোটর শোভাযাত্রা সহযোগে লন্ডনের সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে পৌঁছান।
হোটেলে টিউলিপ সিদ্দিকী ও তার নবজাতক কন্যা আজালিয়া জয় পার্সিসহ শেখ রেহানা, টিউলিপের স্বামী ক্রিস্টিয়ান উইলিয়াম সেন্ট জন পার্সি, টিউলিপের ভাই রেদোয়ান মুজিব সিদ্দিক, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও ছেলে সজিব ওয়াজেত জয়সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকী গত মাসে ব্রিটেনের রাজধানী লন্ডনের রয়েল ফ্রি হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেন।
মন্তব্য চালু নেই