ট্যাম্পাকোয় আরো দুই লাশ, নিহতের সংখ্যা বেড়ে ৩৮

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের ঘটনায় আরও দুজনের মরদহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান এ তথ্য জানান। কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এ নিয়ে ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হলো।

টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, উদ্ধার অভিযান চলাকালে আজ বেলা ১১টার পর আরও দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার তৎপরতায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধসে যাওয়া ভবনের ইট, রডসহ অন্যান্য সরঞ্জাম অন্যত্র সরানো হচ্ছে।

গত ১০ সেপ্টেম্বর সকালে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছে। উদ্ধার করা মৃতদেহের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার আবেদন করেছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা।



মন্তব্য চালু নেই