টাঙ্গাইল-০৮ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে স্থগিত হওয়া ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯১ নম্বর কেন্দ্রের শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করতে পর্যান্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

২৯ মার্চ এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং অফিসার সৈয়দ খুরশিদ আনোয়ার। ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ৭০১ জন। এ আসনে দু’টি উপজেলার ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৬টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীক নিয়ে ৭৩ হাজার ৫৬৫ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মালেক মিঞা হরিণ প্রতীক নিয়ে ৭১ হাজার ৩২৯ ভোট পেয়েছেন।

স্থগিত হওয়া একটি কেন্দ্র ছাড়া আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞার চেয়ে দুই হাজার ২৩৬ ভোটে এগিয়ে রয়েছেন।

গত ২০ জানুয়ারি স্থানীয় সংসদ সদস্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।



মন্তব্য চালু নেই