টাঙ্গাইলে বিএনপির মিছিলে পুলিশের বাধা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমানকে হত্যার উদ্দ্যেশ্যে হামলার প্রতিবাদে সারাদেশে সকাল- সন্ধ্যা হরতালে সমর্থনে টাঙ্গাইলে বিএনপিসহ ২০ দলীয় জোটের একটি মিছিল বের হয়েছে।

বৃহস্পতিবার সকালে হরতালের সমর্থনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে থেকে মিছিলটি বের হয়ে শহরের স্থানীয় শহীদ মিনার কাছে পৌছলে পুলিশ বাধা দেয়। এতে বাধার সম্মুখীন হলে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন- বিএনপির উপদেষ্টা এডভোকেট আযম খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা প্রমূখ।

এসময় বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে হরতাল চলাকালে শহরের অধিকাংশ দোকান পাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা ছিল। সিএনজি অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে বঙ্গবন্ধু সেতু হয়ে দূরপাল্লার কোনো যানবাহন শহর ছেড়ে যায়নি। হরতালকারীদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। তবে যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এছাড়া বিজেবি ও র্যাব শহরে ও মহাসড়কে টহল দিতে দেখা গেছে।



মন্তব্য চালু নেই