টাঙ্গাইলে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
সদর উপজেলার এনায়েতপুর এলাকায় সোমবার ভোররাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ১০ ডাকাতকে আটক করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী রাইজিংবিডিকে জানান, সদর উপজেলার এনায়েতপুর এলাকায় রোববার রাতে র্যাবের একটি দল টহল দিচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার অর্জুনের বাড়িতে ১১ জনের একটি ডাকাত দল প্রবেশ করে।
টাঙ্গাইলে আটককৃত ডাকাত দলের সদস্যরা
খবর পেয়ে র্যাবের টহল দলটি সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে মোস্তফা (৩৫) নামে ডাকাত দলের এক সদস্য নিহত হন। তিনি মধুপুর উপজেলার শোলাকরি গ্রামের তফিল উদ্দিনের ছেলে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, স্বর্ণালংকার, টাকাসহ ১০ ডাকাতকে গ্রেফতার করা হয়।
মন্তব্য চালু নেই