টাঙ্গাইলে জেলা পরিষদ কর্তৃক দুস্থদের মাঝে কম্বল বিতরণ
টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইল পৌর এলাকার ১৮টি ওয়ার্ডে দুস্থ ও শীতার্থদের মাঝে প্রায় চার শতাধিক কম্বর বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. গাজী মোঃ সাইফ্জ্জুামান, সচিব মোঃ ইউনুছ আলী ও টাঙ্গাইল প্রেসকাবের সাধারণ সম্পাদক এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
মন্তব্য চালু নেই