টাঙ্গাইলে হিন্দু দর্জিকে হত্যার ‘দায় স্বীকার’ আইএসের
টাঙ্গাইলের গোপালপুরে হিন্দু দর্জিকে নিখিল চন্দ্র জোয়ার্দারকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সন্ত্রাসের হুমকি পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
সাইটের ওয়েবাইটে বলা হয়েছে, আইএসের সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে নিখিল চন্দ্রকে হত্যার দায় স্বীকার করেছে এ জঙ্গিগোষ্ঠী।
গোপালপুর উপজেলার ডুবাইল কালীবাড়ি বাজারে শনিবার দুপুরে নিজের দোকানের সামনে নিখিল চন্দ্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ডুবাইলের নলিনীকান্ত জোয়ার্দারের ছেলে নিখিল চন্দ্র। ডুবাইল বাজারে তার একটি কাপড়ের দোকান আছে।
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় নিখিল চন্দ্রের তিন মাসের কারাদণ্ড হয় বলে টাঙ্গাইল পুলিশ জানিয়েছে। একই কারণে তাকে হত্যা করা হয়েছে বলে আইএস দাবি করেছে।
মন্তব্য চালু নেই