টাকা হারানোর শোকে কিশোরীর আত্মহত্যা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে সেলিনা আক্তার (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বিবন্দী গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই গ্রামের মোঃ মিলন শেখের মেয়ে। কিশোরীর বাবার ধারণা, এদিন সকাল বেলা কিছু টাকা হারিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে।
সেলিনার বাবা সংবাদিকদের জানান, কৃষি কাজ শেষে বিকালে ৪ টায় বাড়ি ফিরে দেখি সেলিনা আক্তার আমার ছোট মেয়ের ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। আমার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এসে মৃতদেহ ওপর থেকে নামায়।
তিনি আরও জানান, সেলিনা সকাল ১০ টার সময় কেনাকাটা করার জন্য শ্রীনগর বাজারে যাওয়ার উদ্যেশ্যে বের হয়। মঝপথে চার হাজার টাকা সহ সাইড ব্যাগ হারিয়ে ফেলে। হারানো টাকার শোকে হয়ত আত্মহত্যা করেছে।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এস আই মোঃ খাইরুজ্জামান জানান, বিষটি আমরা শুনেছি, লাশ থানায় আনার প্রস্তুতি চলছে ।
মন্তব্য চালু নেই