টাকার বদলে মা-মেয়েকে কুপিয়েছে দেনাদার

রাজধানীর যাত্রাবাড়ী থানার ঢলপুর ১৪ নম্বর বস্তি এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাক প্রতিবন্ধী মা ও দুই মেয়েকে কুপিয়ে জখম করেছেন দেনাদার চাঁন বাদশা নামে এক ব্যক্তি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- রুনা বেগম (৪৪) এবং তার দুই মেয়ে রিনা আক্তার (১২) ও ময়না আক্তার (৬)।

রুনার স্বামী দুলাল মিয়া জানান, কিছু দিন আগে ওই বস্তি এলাকার চাঁন বাদশা ৫০ হাজার টাকা ঋণ নেন। গত কয়েক দিন ধরে টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েও টাকা দিচ্ছেন না চাঁন মিয়া।

দুলাল মিয়া আরো জানান, কিন্তু আজ সন্ধ্যার দিকে টাকা চাইতে গেলে চাঁন বাদশাসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে রুনা বেগমসহ তার দুই মেয়েকে কুপিয়ে আহত করেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রিনা আক্তার ও ময়না আক্তারের জখম গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।



মন্তব্য চালু নেই