টাইগারদেরকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
সফররত দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে পরাজিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।
রাজধানীর মিরপুরে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার রাতে টাইগাররা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জয়ী হয়।
এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই অসামান্য সাফল্যের জন্য জাতীয় দলের ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের অক্লান্ত প্রচেষ্টার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল আগামীতে বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।
মন্তব্য চালু নেই