টপলেস মাইলির প্রতিবাদ
সর্বশেষ নিজের নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আলোচিত এবং সমালোচিত হয়েছিলেন পপ তারকা মাইলি সাইরাস। এবার এ সংগীতশিল্পী নিজের টপলেস ছবি প্রকাশ করলেন ইনস্টাগ্রামে। তবে এবার নাকি তিনি টপলেস ছবি প্রকাশ করেছেন একটি সামাজিক আন্দোলনকে সমর্থন দিতে। এটিই নাকি তার প্রতিবাদের ভাষা। ‘সহিংসতা ও নগ্নতার দমন মিডিয়া এর কীর্তন’ আন্দোলনের জন্যই তিনি টপলেস হয়েছেন। টপলেস হয়েই কেনো সমর্থন দিতে হবে এর উত্তর জানা নেই কারো।
মন্তব্য চালু নেই