আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল

হরতালের পক্ষে বিপক্ষে বগুড়ায় পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। তবে সহিংসতা এড়াতে শহরের নবাব বাড়ি সড়কে বিএনপি কার্যালয়ের সামনে কোনো দলকেই মিছিল করতে দেয়নি পুলিশ।
রোববার বিকেল ৪টায় শহরের টেম্পল রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হরতালের বিপক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক টি জামান নিকেতার নেতৃত্বে হরতালের বিপক্ষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বড়গোলা মোড় ঘুরে থানা রোড হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অন্যদিকে, সহিংসতা এড়াতে শহরের প্রধান সড়কে মিছিল না করে পৌর এলাকার ২১টি ওয়ার্ডে হরতালের সমর্থনে পৃথক পৃথক মিছিল করেছে বিএনপি।
বিকেল সাড়ে ৪টায় পৌরসভার ১নং ওয়ার্ডে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে অন্যান্য ওয়ার্ডগুলোতেও হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, হরতালকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে রোববার বিকেল থেকে শহরের প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এছাড়াও বিএনপি ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই