টঙ্গীর জোড় ইজতেমায় ৪ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্বইজতেমা ময়দানের জোড় ইজতেমায় যোগদিতে আসা চার মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত মুসল্লিরা হলেন – টাঙ্গাইলের মো. সামসুল হক ওরফে সামশুদ্দিন (৭০), লালমনিরহাটের মো. আজিম উদ্দিন (৭০) ও বাঘের হাটের হাবিবুর রহমান (৭০) ও আব্দুল লতিফ (৭২)।
ইজতেমা ময়দানে আসা মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, শনিবার দুপুর ১২টার দিকে বুকে ব্যথা অনুভব করেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রামের মৃত হোসেন আলী শেখের ছেলে হাবিবুর রহমান (৭০)। পরে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই দিন রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়েন বাগেরহাট জেলার মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল লতিফ। পরে টঙ্গী হাসপাতালে নিলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে টঙ্গী থানার এএসআই মো. শাহীনুর জানান, শনিবার ভোর ৫টারদিকে বাধ্যর্কজনিত কারণে মারা যান লালমনিরহাটের আজিম উদ্দিন।
এছাড়া শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থবোধ করেন মুসল্লি সামসুল হক ওরফে সামসুদ্দিন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে জানাজা নামাজ শেষে তাদের লাশ নিজ নিজ এলাকায় পাঠানো হয়।
শুক্রবার থেকে ৫দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়। দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি টঙ্গীর ওই জোড় ইজতেমায় যোগ দিয়েছেন। মঙ্গলবার বাদ জোহর শেষ হবে ওই ইজতেমা। প্রতিবছর বিশ্বইজতেমার ৪০দিন আগে পাঁচ দিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই