টঙ্গীতে পোশাক কারখানায় আগুন
গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগার এলাকার একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে লাগা এ আগুনে কারখানার মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে। পরে টঙ্গী ও জয়দেবপুর ফায়র সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভাতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, ভোর সোয়া ৪টার দিকে পাগারের জাবের অ্যান্ড জোবায়ের এক্সেসরিজ নামের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকটি মেশিন ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য চালু নেই