ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় পূজা মণ্ডপে আগুন

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলায় পূজা মণ্ডপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মণ্ডপের বিভিন্ন আসবাবপত্র ও পূজার উপকরণ পুড়ে গেছে। লুট করে নেওয়া হয়েছে একটি স্বর্ণের চামচ।

উপজেলার কুলবাড়িয়া গ্রামের সর্বজনীন পূজা মণ্ডপে বুধবার রাতে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, সর্বজনীন দুর্গা মন্দিরে রাতে কে বা কারা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মণ্ডপের পূজার উপকরণ ঢোল, খোল, ধর্মগ্রন্থ গীতাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

ওসি জানান, এ সময় মন্দিরে থাকা একটি স্বর্ণের চামচ লুট হয়ে যায়। এলাকাবাসী টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে মন্দিরটি রক্ষা পায়।
খবর পেয়ে হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এমএ মজিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।



মন্তব্য চালু নেই