ঝিনাইদহে ৫টি ককটেল বিস্ফোরণ ॥ বিএনপির কার্যালয় ও বাস মিনিবাস ভবন ভাংচুর
ঝিনাইদহ জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর ও শহীদ মসিউর রহমান সড়কে শনিবার রাত পোনে ৯টার দিকে পাাঁচটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্বরা। তবে এ ঘটনায় কেও আহত হয় নি।
ককটেল বিস্ফোরনের ঘটনায় ছাত্রলীগ শহরে তৎক্ষনাত মিছিল করে। মিছিল থেকে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও বিএনপির কার্যালয় ও কার্যালয়ের সামনে মিষ্টির দোকান ভাংচুর করে।
এদিকে শহীদ মশিউর রহমান সড়কে অবস্থিত বাস মিনিবাস মালিক সমিতির ভবনে ৩টি ককটেল বিস্ফোরণ ছুড়ে মারে দুর্বৃত্বরা। এতে ভবনের সামনের গ্লাস ভেঙ্গে যায়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত শাহবুল উদ্দিন আজাদ জানান, শহরে পাাঁচটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কাহারা এই ককটেল বিষ্ফোরণ করেছে তা জানা যায়নি। তিনি আরও জানান সেখানে পুলিশের টিম পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই