শৈলকুপা উপজেলা জামায়াতের আমির আটক

ঝিনাইদহে হরতাল ও অরোধের সমর্থনে বিএনপির মিছিল

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা ২০ দলীয় জোটের কেন্দ্রীয়নেতাদের রিমান্ডের নামে শারিরীক ও মানুষিক নির্যাতন বিচার বহি;ভূত হত্যার প্রতিবাদে ও ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মিছিলটি শহরের উজির আলী স্কুলের সামনে থেকে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব রণক ও পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ইপিআরের নেতৃত্বে বের হয়ে খাদ্য অফিসের সামনে গিয়ে শেষ হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন যুবনেতা জাহাঙ্গীর হোসেন, মাসুদ, সরকারি কেসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিলু, ছাত্রনেতা মুক্তার, জিল্লু প্রমুখ।এদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা জামায়াতের আমির আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, আব্দুস সাত্তার নাশকতার পরিকল্পনা করছেন, এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গাড়াগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই