ঝিনাইদহে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বেসরকারী টেলিভিশন চ্যানেল একুশে টিভির (ইটিভি) ব্যাবস্থাপনা পরিচালক আব্দুস সালামকে গ্রেফতার ও দেশ ব্যাপী ইটিভির সম্প্রচার বাধাগ্রস্থ করার প্রতিবাদে মঙ্গলবার ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও জেলার ইলেক্ট্রনিক, অনলাইন এং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসুচি শেষে এক বিক্ষোভ মিছিল প্রিয়া সিনেমা হল রোডে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এনটিভির প্রতিনিধি মিজানুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক দৈনিক সমকালের মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি কালেরকন্ঠের এম সাইফুল মাবুদ ও প্রেসক্লাবের সাবেক সাধরণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন একুশে টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি এম রায়হান। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মিডিয়া নিয়ন্ত্রন করে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বক্তারা একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নি:শর্ত মুক্তির দাবী ও দেশের বিভিন্ন স্থানে একুশে টেলিভিশনের সম্প্রচার বন্ধের প্রতিবাদ ও চালু করার দাবি জানান।



মন্তব্য চালু নেই