ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদাণ
ঝিনাইদহে আর্থিক অস্বচ্ছল মেধাবী ১৭ জন শিক্ষার্থীর মাঝে মাসিক বৃত্তি প্রদাণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্পন্দন-বি (ইউএসএ) এর অর্থায়নে এলাইভ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন এ বৃত্তি প্রদাণ করে।
এলাইভ এর সভাপতি মেহেদী মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবজাউল আলম। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, টাকার অভাবে কোন শিক্ষার্থীকে লেখাপড়া করতে পারবে না তা আর হতে দেওয়া হবে না। জেলা প্রশাসন সর্বদা মেধাবী শিক্ষার্থীদের পাশে আছে,থাকবে। শিক্ষার্থীদের মেধাবী হতে হবে সেই সাথে ভালো মানুষ হতে হবে। তবেই দেশে উন্নতি হবে।
তিনি আরও বলেন, কোন কোচিং সেন্টারে সঠিক ভাবে লেখাপড়া করানো হয়। টাকার বিনিময়ে তারা সেখানে শিক্ষার্থীদের নাম মাত্র পাঠদান করাচ্ছে। এসকল কোচিং সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসন ইতমধ্যে নানা ব্যবস্থা গ্রহণ করছে। পরিশেষে তিনি এলাইভকে ধন্যবাদ জানান।
মন্তব্য চালু নেই