ঝিনাইদহে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া,গাড়ি ভাংচুর

৫ জানুয়ারী বিএনপির গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করে। মিছিলটি শহরের হাটের রাস্তা থেকে বের হবার সাথে সাথে পুলিশ বিএনপির নেতা কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশেল ধাওয়া খেয়ে পালনোর সময় পিছিলের সামনে থেকে একটি জিপগাড়ী ভাংচুর করে। এবিষয়ে বিএনপির জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান,আমাদের শান্তিপূর্ন কর্মসূচিতে আওয়ামী পুলিশ বাধা দিয়ে কর্মসূচিটি পন্ড করে দেয়। তিনি আরও জানান শহরের হামদহ এলাকায় ছাত্রদল ও যুবদলের একটি মিছিলে সাবেক জেলা যুবলীগের সভাপিতর নেতৃত্বে হামলা করে। এতে বিএনপির ৮ জন নেতাকর্মী আহত হয় ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানান,দুপুর ১২ দিকে কিছু বিশৃংখলা হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। তবে শহরে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।



মন্তব্য চালু নেই