ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড গুলি, ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার কাটাখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের উপর গাছ ফেলে একদল ডাকাত পরিবহণ বাসে ডাকাতির চেষ্টা করছে-এমন খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ডাকাত দলের অপর সদস্যরা অস্ত্র, গুলি, ককটেলসহ ডাকাতির অন্যান্য সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। রাতেই নিহত ডাকাতের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই