ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ঝিনাইদহের মহেশপুর উপজেলার হলদিপাড়া মাঠের মধ্যে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্তু মিঞা (২৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবাল ভোর ৪টায় এ ঘটনা ঘটে।
নিহত সন্তু মিঞা একই উপজেলার লালপুর গ্রামের রওশন মিঞার ছেলে।
মহেশপুর থানার উপপরিদর্শক মোঃ ফরিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হাকিমুল ইসলাম পেনু হত্যা মামলার আসামি সন্তু মিঞাকে আটক করার উদ্দেশ্যে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পালানোর সময় সন্তু মিঞা নিহত হয়।
উদ্ধার অভিযানের সময় পুলিশ ১৫ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড বন্দুকের গুলি ও একটি রামদা উদ্ধার করেছে।
ঘটনায় পুলিশের একজন এএসআই, দুইজন কনস্টেবল সামান্য আহত হয়েছে।
মন্তব্য চালু নেই