ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে কবরী বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবীর চৌধুরী জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন কবরী বেগম। এ সময় কে বা কারা তাকে সেখান থেকে তুলে নিয়ে বাড়ির পাশের আখখেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে যায়।

বুধবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও ওসি জানান।

কবরী বেগম ফতেপুর গ্রামের দুবাইপ্রবাসী লিটন হোসেনের স্ত্রী।



মন্তব্য চালু নেই