ঝিনাইদহে তিন শিশুর মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন : ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ উপজেলার পৃথক ঘটনায় পানিতে ডুবে ও সাপে কেটে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামের সেলিমুল ইসলামের ছেলে আমিমুল ইসলাম (৬), কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের মাসুদ রানার ছেলে সাজ্জাদ হোসেন (৪) ও একই উপজেলার পাতবিলা গ্রামের প্রবাসি মোঃ মনিরুল ইসলামের ছেলে সায়েম (৫)। এ বিষয়ে শৈলকুপার হাকিমপুর ইউনিয়ন পরিষদের মেম্বর শরিফুল ইসলাম জানান, উপজেলার মাদলা আশ্রয় কেন্দ্রে মামা হবিবর রহমানের বাড়িতে বেড়াতে আসে আমিমুল ইসলাম। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পর আশ্রয় কেন্দ্রের একটি পুকুরে তার মৃতদেহ পাওয়া যায়। কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামে ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাজ্জাদ। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মৃতদেহ পাওয়া যায়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে বৃহস্পতিবার ভোরে সায়েম (৫) নামে এক শিশু সাপের কামড়ে মৃত্যু হয়। সায়েম উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামের প্রবাসি মোঃ মনিরুল ইসলামের ছেলে। প্রতিবেশি আলমগীর হোসেন জানায়, শিশুটি তার মায়ের সাথে ঘুমিয়ে ছিল। বৃহস্পতিবার ভোরের দিকে সাপের কামড় দিলে শিশুটি মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর শিশিুটি মারা যায়। ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল সায়েমের মৃত্যুর কথা নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই