ঝিনাইদহে ট্রেনে কেটে ও সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত
ঝিনাইদহ সদর উপজেলার মান্দার বাড়িয়া ও কালীগঞ্জে একতারপুর নামক স্থানে পৃথক দৃর্ঘটনায় আল-আমিন (২১) ও সোহাগ আলী (২২) নামের দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।
আল আমীন ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়ার রুহুল আমিনের ছেলে। তিনি ঝিনাইদহ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্র ছিলেন। অন্যদিকে সোহাগ কালীগঞ্জ উপজেলার বড় ঘি-ঘাটি গ্রামের আসলাম হোসেনের ছেলে ও স্থানীয় মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, জেলার কালীগঞ্জ উপজেলার বড় ঘি ঘাটি গ্রামে সোহাগ আলী সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার একতারপুর নাম্ক স্থানে রেল লাইন পার হচ্ছিল।
এ সময় ট্রেন লাইন দিয়ে পার হওয়ার সময় খুলনা খেকে রাজশাহীগামি কপোতক্ষ একপ্রেসে কাটা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সোহাগ অলীর মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তিন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে আল আমীন শালকুপা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মান্দারবাড়িয়া এলাকায় গ্রামবাংলার (ইঞ্জিন চালিত বড় অটোরিকশা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আল আমীন নিহত হন।
এ সময় সাগর আহমেদ (২২) ও মোহন হোসেন (১৭) নামে আহত অপর দুই যুবককে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই