ঝিনাইদহ'র কিছু খবর

ঝিনাইদহে ট্রাক পরিবহনের দুস্থ শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ

ঝিনাইদহ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব তহবিল থেকে মৃত দশ সদস্যদের পরিবারের মাঝে তিন লাখ ত্রিশ হাজার টাকার চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ট্রাক শ্রমিকদের পরিবারের মাঝে ঝিনাইদহের জেলা প্রশাসক শফিকুল ইসলাম এই অর্থ বিতরণ করেন। ঝিনাইদহ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হবিবর রহমান হবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার আলতাফ হোসেন, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধরণ সম্পাদক মানোয়ার হোসেন, সহ-সভাপতি অলিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক আরুক হোসেনসহ সড়ক পরিবহণ শ্রমিক ইউনয়নের সদস্যগন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে অসুস্থ ও সড়ক দুর্ঘটনা জনিত কারনে নিহত দশ শ্রমিক পরিবারের হাতে নগদ তিন লাখ ত্রিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। টাকা পেয়ে মৃত শ্রমিকদের পরিবার সন্তোষ প্রকাশ কেরন।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবীতে ঝিনাইদহে ছাত্রলীগের মানববন্ধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঝিJhenidah-BCL-Pict-23নাইদহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে দলীয় অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে শহরের পোষ্ট অফিস মোড়ে এক মানববন্ধন কর্মসূচী পালন করে ছাত্রলীগ। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারন সম্পাদক রানা হামিদসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বলেন, ছাত্রদলের হুমকিতে ছাত্রলীগ বিচলিত নয়। তাদের ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করতে প্রস্তুত।

হরিণাকুন্ডুতে প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরণ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় স্থানীয় বেসরকারী সংস্থা উলাসী সৃজনী সংঘের উদ্যোগে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী Horinakundo-Mozid-Icঅফিসার মোঃ আব্দুর রহমান। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম.এ মজিদ। এছাড়া সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এদকি ঝিনাইদহের হরিণাকুন্ডুতে দুই দিন ব্যাপী ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরশেদ আলী চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা কৌশিক খান, যুব উন্নয়ন কর্মকর্তা, বেল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, আব্দুর রশিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই