ঝিনাইদহে ট্রাক খাদে পড়ে নিহত ৫
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় কচুবোঝাই ট্রাকের চাকা ফেটে খাদে পড়ে অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার কাঁটাখালির ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে রওনা দেয় পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানান, ট্রাকে কচু বোঝাই করে ঢাকার দিকে আসছিল ট্রাকটি। এসময় ট্রাকে ব্যবসায়ী ও শ্রমিকরা ছিল। কাঁটাখালির ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রাকটির একটি চাকা ফেটে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ৫ জনের নিহতের খবর পাওয়া গেলেও হতাহতের সংখ্যা বাড়তেও পারে।
মন্তব্য চালু নেই