ঝিনাইদহে আবারো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রীবেনি ইউনিয়নের দুলালপুর গ্রামে রাস্তার পাশে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, রোববার সকালে দুলাল গ্রামের গ্যাস লাইনের পাশে হাত বাধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়।
নিহত যুবকের পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি ছিলো। দুই হাত পিটমোড়া করে বাঁধা। লাশ দেখে মনে হচ্ছে ৪/৫ দিন ধরে কোথাও তাকে বন্দি করে রাখা হয়েছিল। মুখে খোচা খোচা দাড়ি। শারীরিক নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক এমদাদ হোসেন জানান, ত্রিবেনী গ্রামের মাঠের রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির হাত বাঁধা একটি লাশ উদ্ধার করা হয়েছে। কারা এবং কেন এই হতাকান্ড সংঘটিত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ধারণা করছে অন্য কোন স্থান থেকে ধরে এনে হত্যার পর শৈলকুপা এলাকায় বস্তাবন্দি করে লাশ ফেলে গেছে। উল্লেখ্য গত ৮ মাসে ঝিনাইদহ জেলায় এই নিয়ে ৯ জন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হলো। ঝিনাইদহের অন্তত ৪/৫ জনকে একই ভাবে ধরে নিয়ে চুয়াডাঙ্গা ও মাগুরা জেলায় হত্যা করা হয়েছে।
মন্তব্য চালু নেই