ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সাপে কেটে এক ব্যক্তির মৃত্যূ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রতখোলা গ্রামে সাপে কেটে মান্টু (৩০) নামে এক ব্যাক্তির মৃত্যূ হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মান্টু রতখোলা গ্রামের পটে জোয়াদ্দারের ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, মান্টু রাত সাড়ে ১২টার দিকে বাগানে আম কুড়াতে গেলে একটি বিশাক্ত সাপ মান্টুর গলা পেচিয়ে ধরে ।

বাগানে অন্যান্যরা সাপটিকে মান্টুর গলা থেকে সরিয়ে দিলেও সাপটি মান্টুর পায়ে দংশন করে। দংশনের কিছুক্ষনের মধ্যেই মান্টুর মৃত্যু হয়। এবিষয়ে হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুলবারী জানান তিনি ঘটনাটি শুনেছেন।



মন্তব্য চালু নেই