ঝালকাঠি জেলা প্রশাসক’কে জরুরী ফ্যাক্সবার্তা প্রেরণ!

ঝালকাঠি পৌরমেয়র আফজাল হোসেন কারাগারে থাকায় পৌরসভার আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব প্রদানের বিষয়ে জেলা প্রশাসককে জরুরী ভিত্তিতে মতামত সহ প্রতিবেদন প্রেরনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।

৯মার্চ দুপুরে মন্ত্রনালয়ের ৪৬. ০৬৩. ০২৭. ০১. ০০. ০০৭. ২০১৩ অফিস ৩৮৬ নং স্মারক পত্রে ঝালকাঠি পৌরসভার আর্থিক ও প্রশাসনিক সহ দৈনন্দিন কার্যক্রম পরিচালনার লক্ষে ২নং প্যানেল মেয়র রেজাউল করিম জাকিরকে দায়িত্ব প্রদান প্রসঙ্গে পৌর শাখা-১ এর উপসচিব খলিলুর রহমান সাক্ষরিত এ নির্দেশ প্রদান করেন।

স্মারক পত্রে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ে ঝালকাঠি পৌরসভার ২নং প্যানেল মেয়র রেজাউল করিম জাকির কর্তৃক প্রাপ্ত পত্রের রয়ালিটি সংলগ্নি সহ অত্র সংগে প্রেরন করা হলো। উক্ত পত্রের মর্মানুযায়ী ঝালকাঠি পৌরসভার আফজাল হোসেন বর্তমানে কারাগারে আটক থাকায় এবং ১নং প্যানেল মেয়র প্রনব কুমার নাথ ভানুর বিরুদ্ধে ঝালকাঠি থানা সহ দুদকে মামলা তদন্তাধীন থাকায় বিষয়টি যাচাই-বাছাই পূর্বক জরুরী ভিত্তিতে মতামত সহ একটি প্রতিবেদন প্রেরনের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করেন।

একই সাথে ৪৬. ০৬৩. ০২৭. ০১. ০০. ০০৭. ২০১৩ অফিস ৩৮৭ নং স্মারকে ঝালকাঠি পৌরসভার ১নং প্যানেল মেয়র প্রনব কুমার নাথ ভানুর বিরুদ্ধে মহামন্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রীটপিটিশন নং ১৭৯৩/২০১৫ এর প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন বিষয়ে অপর এক পত্র প্রেরন করেন।

স্মারক পত্রে উল্লেখ করেন, ঝালকাঠি পৌরসভার ২নং প্যানেল মেয়র রেজাউল করিম জাকির কর্তৃক প্রাপ্ত পত্রের মর্মানুযায়ী ঝালকাঠি পৌরসভার ১নং প্যানেল মেয়র প্রনব কুমার নাথ ভানুর বিরুদ্ধে দায়েরকৃত রীটপিটিশন নং ১৭৯৩/২০১৫ এর আরজি সহ সংশ্লিষ্ট কাগজপত্র সংশ্লিষ্ট। এবিষয়ে সরকারের সার্থ বিবেচনায় রেখে আইনানুগ পরবর্তী কার্যক্রম গ্রহনে করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করেন।

স্থানীয় সরকার মন্ত্রনালয় পৌর শাখা-১ এর উপসচিব খলিলুর রহমান সাক্ষরিত পৃথক দুটি স্মারকে ৯মার্চ দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে ফ্যাক্স যোগে প্রেরন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের একটি সূত্র পৌরসভার চলমান বিষয়ে দুটি ফ্যাক্সবার্তা প্রেরনের বিষয়টি নিশ্চিত করলেও এবিষয়ে কোন তথ্য প্রকাশে অপারগতা প্রকাশ করেন।



মন্তব্য চালু নেই