ঝালকাঠির গাবখান সেতুর উপর থেকে রকেট ষ্টিমারে পেট্রোল বোমা নিক্ষেপ

ঢাকা-মোরেলগঞ্জ রুটে চলাচলকারী রকেট ষ্টিমার এমভি বাঙ্গালীতে পরপর ৩টি পেট্রোল বোমা হামলা করেছে দুবৃত্তরা।

শনিবার বিকাল সাড়ে ৩টায় বিকট শব্দে বোমাগুলো বিস্ফোরিত হয়ে ষ্টিামারের ছাদে আগুন ধরে যায়। এসময় ষ্টিমারের যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পরে।

ষ্টিমারের পাইলট মাসুদ মিয়া জানায়, মোরেলগঞ্জ থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে আসা রকেট ষ্টিমার এমভি বাঙ্গালী ঝালকাঠির গাবখান চ্যানেল অতিক্রমের সময় চীন-বাংলাদেশ ৫ম মৈত্রি গাবখান সেতুর উপর থেকে একদল দুবৃত্ত ৩টি পেট্রোল বোম ছুড়ে মারে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও ষ্টিমারের ছাদে থাকা ৬টি এসি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। তাৎক্ষনিক ভাবে ষ্টিমারের কর্মকর্তা কর্মচারীরা তাদের নিজেস্ব অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এ ঘটনায় ষ্টিমারের পাইলট মাসুদ মিয়া বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে। ঝালকাঠি থানার ওসি শিলমনি চাকমা সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।



মন্তব্য চালু নেই