ঝালকাঠিতে পৗর কাউন্সিলরের বাসায় বোমা হামলায় বিস্ফোরক মামলা দায়ের

ঝালকাঠি পৗরসভার কাউন্সিলর মো: হুমায়ূন কবির খানের বাসায় বোমা হামলার ঘটনায় পৌরমেয়র আফজাল হোসেন, শ্রমিকলীগ-শ্রমিকদলের নেতা সহ ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো: হুমায়ূন কবির খান বাদী হয়ে ঝালকাঠি থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ১৯০৮ এর ৩ (ক)/৬ সহ ৩০৭ দ:বি: ধারায় (নং-১০ তারিখ: ০৯ মার্চ ২০১৫ইং ) সোমবার রাতে মামলাটি রেকর্ড করেছে।

মামলার বিবরনে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামী পৌরমেয়র আফজাল হোসেনের সাথে পৌরবাসীর স্বার্থহানিকর কর্মকান্ড নিয়ে বাদী মো: হুমায়ূন কবির খান সহ ১০ কাউন্সিলরের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধের কারনে আসামীরা বাদীকে হত্যার সুযোগ খুজতে থাকে। গত ১ মার্চ গভীর রাত পর্যন্ত প্রধান আসামী আফজাল, রিয়াজুল ইসলাম সোনা, আউয়াল, মুন্না, চান মিয়া, বারেক হাং ও বাবুল হাং সহ আসামীরা পালবাড়ী এলাকার শেখ মুজিব সড়কে বাদীর বাসার কাছে অবস্থান নেয় ।

রাত ১২ টার দিকে কাউন্সিলর হুমায়ূন কবির তার বাসার সম্মুখে পৌছলে মেয়র আফজালের নেতৃত্বে অন্যান্য আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে একাধিক বোমা নিক্ষেপ করে। সে প্রান বাঁচাতে দৌড়ে বাসার মধ্যে প্রবেশ করলে প্রচন্ড শব্দে বোমাগুলো বাসভবনের দেয়ালে বিস্ফোরিত হয়। তাৎক্ষনিক আসামীরা কয়েকটি মটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করলেও বোমা বিস্ফোরনের শব্দে সাক্ষীরা ও আশেপাশের কয়েক শত মানুষ বেড়িয়ে আসে। এসময় সাক্ষীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় ২মার্চ সোমবার কাউন্সিলর হুমায়ূন কবির খান বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করন।
উল্লেখ্য পালবাড়ী এলাকার ব্যবসায়ী কবির আহম্মেদ ১নং আসামী আফজাল হোসেন সহ ৭ জনের বিরুদ্ধে দায়েরকৃত একটি চাদাবাজী মামলায় পরের দিন ২মার্চ ধার্য তারিখ থাকায় এবং উক্ত মামলায় বাদী কয়েক আত্মীয় সাক্ষী থাকায় সাক্ষীরা যাতে আদালতে সাক্ষী দিতে যেেেত না পারে সেই উদ্দেশ্যে বাদী কাউন্সিলর মো: হুমায়ূন কে খুন করার জন্য পরিকল্পিত ভাবে এ বোমা হামলা চালায় বলে মামলার বিবরনে উল্লেখ করেন।

এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি শিলমনি চাকমা জানায়,পৗর কাউন্সিলর মো: হুমায়ূন কবির খানের বাসায় বোমা হামলার ঘটনায় তিনি গত ২মার্চ সোমবার লিখিত অভিযোগ প্রদান করেন। পুলিশ অভিযোগটি প্রাথমিক ভাবে তদন্ত করে এজাহারটি রেকর্ড করায় কিছুটা বিলম্ব হয়েছে।



মন্তব্য চালু নেই