ঝালকাঠিতে তনু হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন

আল আমিন, ঝালকাঠি সংবাদদাতা: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জহান তনু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে করার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য প্রশান্ত দাস হরি, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, বন্ধুসভার সভাপতি পার্থ প্রতীম সাহা, সহসভাপতি মো. সালাহউদ্দিন, বন্যা সাহা, মারজিয়া আফরিন ও মাহামুদুর রহমান।

এসময় বক্তারা তনুহত্যা ও ধর্ষণের ঘটনায় অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানান। যাতে তনুর মতো অন্যকোন নারীকে এভাবে প্রাণ দিতে না হয়, সেই দৃষ্টান্ত স্থাপন করারও দাবি জানান সরকারের কাছে।



মন্তব্য চালু নেই