ঝালকাঠিতে ঘর ভেঙ্গে জমি দখলের প্রচেষ্টাকে কেন্দ্র উত্তেজনা
ঝালকাঠি শহরের তরকারীপট্রি-ষ্টান্ডরোড মোড়ের একটি ঘর ভেঙ্গে জমি দখলের প্রচেষ্টা কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে মোঃ কামরুল ইসলামের মালিকানাধীন উক্ত ঘরটি প্রতিপক্ষ শাহজাহান মৃধার আত্মীয়-স্বজন ও তাদের সহযোগীরা এ দখলের প্রচেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। এ ব্যাপারে উক্ত জমির দলিলমুলে মালিক ও ভোগদখলকারী মোঃ কামরুল ইসলাম দখলের প্রচেষ্টাকারী ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোঃ কামরুল ইসলাম ১৯৮৬ সাল থেকে ১৩০/১৫৪ চর ঝালকাঠি মৌজার এসএ ২৩৫ খতিয়ানের ১২১৭ নং দাগে সাড়ে ৬৯ সহস্ত্রাংশ ও একই মৌজার এসএ ৪০ খতিয়ানের ১১৭৪/১২২০ দাগে সাড়ে ২২ সহস্ত্রাংশ সহ মোট ৯২ সহস্ত্রাংশ জমি সাবকবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখল করে আসছেন। এমন কি তিনি উক্ত জমির রেকর্ড, পর্চা, হোল্ডিং, প্লান সহ বর্তমান জরীপ মূলে ২১৮ খতিয়ানে দাগনং ৬৩৫ ও ৬৩৬ রেকর্ড প্রাপ্ত হন। যদিও উক্ত তফছিলভুক্ত জমি নিয়ে বিজ্ঞ জেলা জজ আদালতে দেংমোংনং ৩৮/১০ ও ৩৯/১৪ আপীল মামলা বিচারাধীন রয়েছে।
এ অবস্থায় শুক্রবার সকালে দেলোয়ার শরীফ, চানু শরীফ ও মৃত জেবালুল ইসলামের ছেলে নান্টুর নেতৃত্বে ২৫/৩০ জন ভাড়াটে সন্ত্রাসী লাঠিসোটা ও অস্ত্র নিয়ে তার বাউন্ডারী সীমানার মধ্যে প্রবেশ করে বসত ঘর ভাংচুর করে তাড়িয়ে দেয়ার চেষ্টা চালায়।
এ ব্যাপারে শাহজাহান মৃধার পক্ষ থেকে দাবী করা হয়, উক্ত জমির প্রকৃত মালিক হিসাবে তারা দীর্গ দিন ভোগ দখলে ছিলেন এবং সেখানে তাদের মালিকানাধীন একটি প্লাটিকের কারখানা পরিচালনা করে আসছিলেন। ব্যবসায় লোকসানের মুখে ১০/১২ বছর পূর্বে কারখান বন্ধ করে ঘরটি তালাবদ্ধ রাখলে মোঃ কামরুল ইসলামের পক্ষ গোপনে ঘরটি দখল করে নেয়। এখবর পেয়ে দখলমুক্ত করার জন্য তারা সেখানে গেলে তারা বহিরাগত লোকজন নিয়ে তাদের উপর হামলার চেষ্টা চালিয়েছে। তারা কোন প্রকার হামলা বা বাধা প্রদান করেনি।
মন্তব্য চালু নেই