জয়রথে রয়েছে রিয়াল মাদ্রিদ

গতবার উল্লেখযোগ্য কোনো শিরোপা জিততে পারেনি স্প্যানিশ লা লিগার অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। সেই ক্ষতি পোষাতে বোধহয় এবার আগে থেকেই উঠে পড়ে লেগেছে লস ব্লাঙ্কসরা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের খেলায় কয়েকদিন আগে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে দলটি। একই টুর্নামেন্ট আজ সিরি’আ ক্লাব ইন্টার মিলানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে রাফায়েল বেনিতেজের দল।

ম্যানসিটির বিপক্ষে আগের ম্যাচে একমাত্র হামেস রদ্রিগেজকে ছাড়া রিয়ালের প্রায় বাকি সব বড় তারকারাই মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে গোল পেয়েছিলেন রোনালদো-বেনজেমারা। তবে ইন্টারমিলানের বিপক্ষে সুযোগ পেয়ে নিজের সেরাটা প্রমান দিয়েছেন রদ্রিগ্রেজও।

সোমবার ইন্টারমিলানের বিপক্ষে গোল করতে পারেননি রিয়াল শিবিরের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এই তারকা না পেলেও সতীর্থদের গোলে অবদান রেখেছেন তিনি। ম্যাচের ২৯ মিনিটে জেসে রদ্রিগেজের গোলে এগিয়ে যায় রিয়াল। আর ৫৬ মিনিটে লুকাস বাজকুয়েসের সহায়তায় দলের ব্যবধান দিগুন করেন রাফায়েল ভারানে।

চীনের গুয়াংজেতে অনুষ্ঠিত ওই ম্যাচে পর্যাপ্ত গোলের সুযোগ পেয়েছিল ইন্টার মিলানও। কিন্তু সেগুলো কাজে লাগিয়ে কাঙ্খিত গোলের দেখা পায়নি তারা। নির্দিষ্ট সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ইন্টারের কফিনে শেষ পেরেকটি ঠুকেন হামেস রদ্রিগেজ। ফ্রি-কিক থেকে দূর্দান্ত এক বাঁকানো শটে ভক্তদের এই গোলটি উপহার দেন কলম্বিয়ান তারকা



মন্তব্য চালু নেই