জয়পুরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
জয়পুরহাটের সীমান্ত এলাকা পাঁচবিবি উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। জয়পুরহাট-৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, সোমবার ভোরের দিকে হাটখোলা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হন জনি ইসলাম।
পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে বিএসএফ।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির এই কর্মকর্তা বলেন, নিহত জনি গরু ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি উপজেলার শ্রীমন্তপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অধিনায়ক তরফদার বলেন, ভোরের দিকে সীমান্ত পিলারের কাছে গরু আনতে যান জনি। এসময় তিনি দেশটির ৫০ গজ অভ্যন্তরে ঢুকে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।
বেলা ১২টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে সন্ধ্যার পর লাশটি হস্তান্তর করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই