জয়পুরহাটে শিশুদের জেলা পর্যায়ের বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব

মঙ্গলবার জয়পুরহাট শিশু একাডেমীর উদ্দ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমীতে শিশুদের জেলা পর্যায়ে বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

শিশু একাডেমীর জেলা সংগঠক উমা রানী দাসের সার্বিক তত্বাবধানে জেলার ৫টি উপজেলার শিশুদের অংশগ্রহনে দিনভর বির্তক প্রতিযোগিতা শেষে বিকালে আয়োজিত সাংস্কৃতিক উৎসবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিপিএম-পিপিএম (বার)।



মন্তব্য চালু নেই