জয়পুরহাটে ভাইকে খুন করে বোনকে অপহরণ

জয়পুরহাটে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে খুন করে তার ছোটবোনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে দোগাছী-পাকুরতলী গ্রামে এ ঘটনার পরপরই পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে শনিবার সকাল পর্যন্ত অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত সবুজ (২৪) পাকুরতলী গ্রামের আবু তালেবের ছেলে।
সবুজের বাবা আবু তালেব বলেন, “এক বছর আগে সদর উপজেলার তেতুলতলী গ্রামের বাসিন্দা শিপনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরিবারের অমতে বিয়ে করে তার মেয়ে। এরপর থেকে তারা বগুড়ায় থাকতেন। কিন্তু তিন মাসের মধ্যে জানা যায় শিপনের আরো একটি স্ত্রী রয়েছে। এর পরপরই মেয়েকে নিজেদের কাছে এনে রাখি।”
তিনি বলেন, “রাত সাড়ে ১০টার দিকে শিপনসহ ১০/১২ জন বাড়িতে জোর করে ঢুকে মেয়েকে অপহরণের চেষ্টা করে। এ সময় সবুজ বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করে আমার মেয়েকে নিয়ে চলে যায়।”
জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, নিহতের পরিবার অপরাধীদের চিনতে পেরেছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জহুরুল ইসলাম (২০), সোহেল রানা (১৭), রাজন হোসেন (১৯), সৌরভ (১৭) ও ছেলে মানিক (১৬)। তাদের সবার বাড়ি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায়।
মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি মূল অপহরণকারী শিপনসহ তার অন্য সহকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।



মন্তব্য চালু নেই