জয়পুরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচবিবি কড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রাজু মিয়া (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে সীমান্তের ভারতীয় অংশে পাঁচবিবির কড়িয়া সীমান্তে ২৭৮/৫৮ সাব-পিলার থেকে ১২০ গজ দূরে ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। নিহত রাজু মিয়া (২৫) পাঁচবিবি উপজেলার নন্দাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে রাজু ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন। এ সময় ভারতের ৭৫ মথুরাপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বিএসএফের সদস্যরা তার লাশ নিয়ে যায়।

জয়পুরহাট ৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়েছে।’



মন্তব্য চালু নেই