জয়পুরহাটে গৃহবধু হত্যার মূল পরিকল্পনাকারী শ্বশুর আটক
শনিবার জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার বুদইল এলাকায় অভিযান চালিয়ে গৃহবধু শাম্মী আকতার সেমি হত্যার মূল পরিকল্পনাকারী নিহতের (গৃহবধূ) শ্বশুর মোজাম্মেল হক (৫১) কে আটক করেছে র্যাব। আটক মোজাম্মেল হক একই গ্রামের মৃত আনার বক্সের ছেলে।
চলতি বছরের গত ১০ফেব্র“য়ারি জেলার পাঁচবিবি উপজেলার আয়মা-সোনারপাড়া এলাকায় যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূর স্বামী ও শ্বশুর যোগসাজোস করে ঘুমের মধ্যে ওই গৃহবধুকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছল। এ ঘটনার পর থেকে হত্যাকারীরা আত্মগোপন করে থাকে।
উল্লেখ্য, হত্যার মূল পরিকল্পনাকারী নিহত গৃহবধূর শ্বশুর আটক হলেও এখন পর্যন্ত তার ঘাতক স্বামী পালিয়ে রয়েছে।
মন্তব্য চালু নেই