জয়পুরহাটে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

জয়পুরহাটের পল্লীতে রোববার রাতে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সোহাগ (২৮) নামে এক লম্পট কে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদ হোসেন পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহাগ জয়পুরহাট সদর উপজেলার বড়তাজপুর দেওয়ান পাড়া মহল্লার গোলাম মোস্তফার ছেলে।
রোববার সে একই উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামের এক গৃহবধুকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষনের কথা স্বীকার করেছে।
এ বিষয়ে ওই গৃহবধু জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই সোহাগকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে বলে জানান।



মন্তব্য চালু নেই