জয়পুরহাটের কালাইয়ে সচেতনতামূলক বিশাল জন সমাবেশ

আজ সোমবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলার বৈরাগীরহাট চৌরাস্তার মোড়ে ‘কিডনির অবৈধ বেচা-কেনা রোধকল্পে সচেতনতামুলক এক বিশাল সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, কিডনি বিক্রি আইনত: দন্ডনীয় অপরাধ।অবৈধ কিডনি বিক্রির সাথে জড়িত ক্রেতা-বিক্রেতা,প্ররোচনাকারি ও এর দালালদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই কেবল এ এলাকা থেকে চিরতরে কিডনির গোপন বেচাকেনা বন্ধ করা সম্ভব ।’

জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে অঅয়োজিত এ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আব্দুর রহিম এবং পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম ও সিভিল সার্জন ডা.এসএম আব্দুল জলিল।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুল রহমান মিলন, কালাই উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম,সহকারি পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল,কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল ইসলাম,আওয়ামী লীগ নেতা নন্দলাল পার্শী,মুক্তিযোদ্ধা মুনিশ চৌধুরী প্রমুখ।

 



মন্তব্য চালু নেই