জয়কে হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করবে জবি ছাত্রলীগ

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আগামীকাল সোমবার বেলা সাড়ে ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যলয় শহীদ মিনার প্রঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠীত হবে। জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবাহান গোপাল এবং বিশেষ অতিথি হিসেবে উস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

কর্মসুচিতে ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।



মন্তব্য চালু নেই