জয়কে হত্যা করে আ.লীগকে হুমকিতে ফেলতে চায় ষড়যন্ত্রকারীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা করে ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে হুমিকির মুখে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে সচিবালয়ে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই-এর তদন্তে অনেক বিষয়এখন স্পষ্ট হয়ে আসছে। প্রধানমন্ত্রীর ছেলে জয় আওয়ামী লীগের ভবিষ্যত নেতৃত্বের দাবিদার হওয়ায় তাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি হুমকির মুখে ফেলতে চেয়েছিলেন অভিযুক্তরা।

মন্ত্রী বলেন, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে বিএনপি সফল হতে না পেরে এখন অন্ধকার পথ বেছে নিয়েছে। তারই অংশ হিসেবে জয়কে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে।

শফিক রেহমানকে আটকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই নিয়ম মেনে তাকে গ্রেফতার করা হয়েছে। এফবিআই’র কাছ থেকে প্রাপ্ত তথ্য ও তার বাসা তল্লাশি করে পাওয়া প্রমাণাদিই প্রমাণ করে তিনি (শফিক রেহমান) ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।

মন্ত্রী আরো বলেন, বিএনপিসহ যারা শফিক রেহমানের গ্রেফতারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তারাও এ ষড়যন্ত্রের দায় এড়াতে পারেন না।



মন্তব্য চালু নেই