জোহা গ্রেফতার হতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় নিখোঁজ আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হতে পারে। তবে গ্রেফতারের বিষয়টি আমি নিশ্চিত নই। এর আগে বুধবার রাত ১টায় রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে নিখোঁজ হন জোহা।

জোহার স্ত্রী অভিযোগ করেন বুধবার রাত থেকে রাজধানীর ক্যান্টনমেন্ট, কাফরুল ও কলাবাগান থানায় জোহার অপহরণ-নিখোঁজের জন্য জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি।

এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার পরিবার থানায় গেছে, পুলিশ জিডি নেয়নি বলে আমি শুনিনি।’

জিডি না নেয়ার অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, ‘কে বলেছে জিডি বা মামলা করতে এসেছে? তাদের সঙ্গে দেখাও হয়নি কথাও হয়নি। থানায় আসলে জিডি কেন নেব না?’



মন্তব্য চালু নেই