জেসমিন আদালতে, ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি
দুই সন্তান হত্যা মামলার একমাত্র আসামি মা মাহফুজা মালেক জেসমিনের ফের ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ। আজ বুধবার ডিবির পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।এর আগে রামপুরা থানা পুলিশ তাকে প্রথমবারের মতো পাঁচ দিনের রিমান্ডে নেয়। আজ রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়।চাঞ্চল্যকর এই মামলাটি ডিবিতে হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে জেসমিনকে আদালতে হাজির করা হয়েছে বলে রামপুরা থানা পুলিশ জানিয়েছে।
এর আগে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘মামলাটি যেহেতু ডিবিতে হস্তান্তর করা হয়েছে, তাই আদালতের মাধ্যমে আমরা আসামিকে ডিবির কাছে হস্তান্তর করছি।’ ডিবির পক্ষ থেকে আবার আসামির রিমান্ডের আবেদন করা হতে পারে বলে তিনি জানান।গত রবিবার সন্ধ্যার পর এক আদেশে দুই ভাইবোন হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের ডিবি।
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় ওই দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন র্যাবের জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেন।
জিজ্ঞাসাবাদের জন্য ৪ মার্চ মা মাহফুজা মালেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আদালত।
মন্তব্য চালু নেই