জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাণীনগরে প্রচারনা সভা
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁ জেলা পরিষদের নির্বাচনকে ঘিরে রাণীনগরে প্রচারনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে কালীগ্রাম ইউনিয়ন পরিষদে উক্ত ইউনিযনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন আগামী ২৮ ডিসেম্বর নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আওয়ামীলীগ সর্মথিত রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সস্পাদক আব্দুল মান্নান কে হাতি মার্কা প্রতিকে নির্বাচিত করতে উপজেলার কালীগ্রাম,একডালা,পারইল ও বড়গাছা ইউনিয়নের ভোটারদের নিয়ে এ প্রচারনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । থানা আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের ১৪ নং ওয়ার্ড সদস্য প্রার্থী আব্দুল মান্নান,কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল,একডালা ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম,বড়গাছা ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি,পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খান হাসান,কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু এবং চারটি ইউনিয়নের মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বাররা উপস্থিত ছিলেন । সভায় রাণীনগর উপজেলার ওয়ার্ড সদস্য প্রার্থী আব্দুল মান্নানকে হাতি মার্কায় সর্বোচ্চ ভোটে বিজয়ী করার ঘোষনা দেন ।
মন্তব্য চালু নেই