জেনে নিন ব্রণের দাগ মুখ থেকে মুছে ফেলার কৌশল! (ভিডিও সহ )

মুখে ব্রণের দাগগুলো কষ্ট দেয় প্রত্যেকদিন? একটু সাজলে ভালো দেখায় না, ছবি তুললে ভালো দেখায় না, এমনকি কারো সামনে যেতেও লজ্জা পান? এই যন্ত্রণা থেকে মুক্তির দিন চলে এসেছে। এখন থেকে প্রতিদিনই আপনার ত্বক হবে দারুণ সুন্দর ও নিখুঁত, মুখ ভরা ব্রণের দাগ নিয়ে কারো সামনে লজ্জায় পড়তে হবে না। কীভাবে? চটজলদি শিখে নিন মুখ থেকে ব্রণের দাগ মুছে ফেলার একটি দৈনন্দিন কৌশল।

-প্রথমেই একটি ভালো কলসিলার দিয়ে ব্রণের দাগগুলো ঢেকে দিন, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে।

-কলসিলার দেয়া হলে একটু অপেক্ষা করুন। এটা ত্বকের ওপরে বসে যাওয়ার সময় দিন। এবার হাতের তালুতে আপনার পছন্দের বিবি বা সিসি ক্রিম নিয়ে নিন। ফাউনডেশন ব্রাশের সাহায্যে এই ক্রিম আপনার পুরো মুখে ভালো করে লাগান। হাত দিয়ে লাগাবেন না, তাতে ফিনিশিং সুন্দর আসবে না।

-এবার দেখুন , মুখের আর কোথাও কি ব্রণের দাগ উঁকি দেয়? উঁকি দিলে আরও একবার ব্যবহার করুন কনসিলার।

-এবার আপনার পছন্দের ফেসপাউডার ব্রাশের সাহায্যে আলতো করে মুখে লাগিয়ে নিন।

-এবার করুন একটু টেকনিক। একটু গাঢ় রঙের ব্লাশন দিয়ে গালের কাছটা কনটুরিং করুন। মুখে ব্রণ থাকলে এটা জরুরী। এতে কারো নজর গালের দিকে যাবেন না।

-নাক হাইলাইট করুন এবং পছন্দের ব্লাশন ভালো করে লাগান গালে।

-এরপর আপনার পছন্দমত মেকআপ করে নিন।

এবার দেখুন তো, ব্রণের দাগগুলো কোথায় মিলিয়ে গেছে! বিস্তারিত শিখতে দেখে নিন এই ভিডিওটি।



মন্তব্য চালু নেই