জেনে নিন বিনা ট্যাক্সে আপনি বিদেশ থেকে যে যে জিনিস আনতে পারবেন

আমাদের অনেকের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বিদেশে থাকেন। দেশ-বিদেশ যাতায়ত করার সময় আমরা বিদেশ থেকে অনেক জিনিস এনে থাকি, সেটা হয়ত প্রয়োজনে বা শখের বশে, অথবা আত্মীয়কে খুশি করতে। তো, যারা জানি না কি কি পন্য বিদেশ থেকে বিনা শুল্কে আনা যায় আর কোন কোন পন্যে শুল্ক দেয়া লাগে তাদের জন্য এই অকর্মা পোষ্ট। অনেক সময় সামান্য একটু অসর্তকতার কারনে আপনার ক্রয়কৃত পন্য এয়ারপোর্টে ফেলে আসতে হয় অথবা শুল্ক বাবদ দিতে হয় অনেকগুলি টাকা।

আগেই বলি বাণিজ্যিক ভিত্তিতে পন্য আনার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। শুধুমাত্র নিজ ব্যবহার, গৃহস্থালী ব্যবহারের জন্য প্রযোজ্য।

প্রথমেই দিচ্ছি শুল্ক কর আরোপযোগ্য পন্যের তালিকা :

(ক) ব্যাক্তিগত এবং গৃহস্থালী কাজে ব্যাবহৃত হয় না এমন পন্য।

(খ) দুইটি স্যুটকেসের অতিরিক্ত স্যুটকেসে আনীত ব্যাগেজ। তবে ৩য় স্যুটকেসে আনীত বইপত্র, সাময়িকি বা শিক্ষার উপকরণ শুল্ক ও কর মুক্তভাবে খালাসযোগ্য।

(গ) বাণিজ্যিক পরিমানে যে কোন পন্য ব্যাগেজে আমদানী হলে শুল্ক ও কর আরোপযোগ্য।

(ঘ) নিম্নে বর্ণিত পণ্য ব্যাক্তিগত ও গৃহস্থালী ব্যাগেজ হিসেবে আমদানী হলেও প্রতিটির পাশে উল্লেখিত হারে কর পরিশোধ করতে হবে।

(১) টেলিভিশন (CRT) ২৫” এর উর্ধ্বে হলে ২৯” পর্যন্ত ৩০০০/- টাকা।

(২) Plasma, LCD, TFT ও অনুরুপ প্রযুক্তির টেলিভিশন:

(ক) ১৭” হতে ২১” পর্যন্ত = ১০,০০০.০০/= টাকা,

(খ) ২২” হতে ২৯” পর্যন্ত = ১৫,০০০.০০/= টাকা,

(গ) ৩০” হতে ৪২” পর্যন্ত = ২০,০০০.০০/= টাকা,

(ঘ) ৪৩” হতে ৫২” পর্যন্ত = ৫০,০০০.০০/= টাকা,

(ঙ) ৫৩” হতে তদুর্ধ সাইজ = ৭৫,০০০.০০/= টাকা।

(৩) (ক) ৪টি স্পিকারসহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার) সিডি/ডিভিডি/ভিসিডি/এমডি/ এএলডি/ ব্লু-রে-ডিস্ক সেট = ৪,০০০.০০/= টাকা।

(খ) ৪ এর অধিক তবে সবোর্চ্চ ৮টি স্পিকারসহ (মিউজিক সেন্টার) হোম থিয়েটার/সিডি/ডিভিডি/ভিসিডি/এমডি/ এএলডি/ ব্লু-রে-ডিস্ক সেট = ৮,০০০.০০/=

(৪) রেফ্রিজারেটর/ ডিপ ফ্রিজার = ৫,০০০.০০/=

(৫) ডিশ ওয়াশার/ ওয়াশিং মেশিন/ ক্লথ ডায়ার = ৩,০০০.০০/=

(৬) এয়ারকুলার/ এয়াকন্ডিশনার

(ক) উইন্ডো টাইপ = ৭,০০০.০০/= টাকা

(খ) স্প্লিট টাইপ = ১৫,০০০.০০/= টাকা

(৭) ওভেন বার্নারসহ = ৩,০০০.০০/=

(৮) ডিস এন্টেনা = ৭,০০০.০০/=

(৯) স্বর্ণবার বা স্বর্ণপিন্ড (সবোর্চ্চ ২০০ গ্রাম) প্রতি ১১.৬৬৪ গ্রাম বা ভরি= ১৫০.০০/=

(১০) রৌপ্যবার বা রৌপ্য পিন্ড (সর্বোচ্চ ২০০ গ্রাম) প্রতি ১১.৬৬৪ গ্রাম = ৬.০০/=

(১১) HD Cam, DV Cam, BETA Cam & Professional used Camera = 15,000.00 Taka.

(১২) এয়ারগান/ এয়ার রাইফেল = ২,০০০.০০ টাকা (বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমুতি সাপেক্ষে আমদানিযোগ্য, আমদানি নীতি-আদেশ ২০০৩-২০০৬ দ্রষ্টব্য )

(১৩) ঝাড়বাতি = ৩০০.০০ টাকা প্রতি পয়েন্ট।

(১৪) কার্পেট ১৫বর্গ মিটার পর্যন্ত = ৫০০.০০ টাকা প্রতি বর্গমিটার।

এবার দেখুন কি কি পন্য বিনা শুল্কে আমদানীযোগ্য (প্রত্যেকটি ১টি করে):

১. ক্যাসেট প্লেয়ার/ টু ইন ওয়ান,

২. ডিস্কম্যান / ওয়্যাকম্যান অডিও,

৩. বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার,

৪. ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, ইউপিএস, স্ক্যানার, ফ্যাক্স মেশিন।

৫. ভিডিও ক্যাম: এইচ ডি ক্যাম, ডিভি ক্যাম, বেটা ক্যাম এবং প্রফেশনাল কাজে ব্যবহৃত হয় না এমন ক্যামেরা ব্যাতিত সব।

৬. ডিজিটাল ক্যামেরা,

৭. সাধারণ/পুশবাটন/কর্ডলেস টেলিফোন সেট

৮. সাধারণ ইলেকট্রিক ওভেন/ মাইক্রোওয়েভ ওভেন, 8. পোস্টটি (ফেসবুক.কম/banglacomics) থেকে কপিকৃত !

৯. রাইস কুকার/ প্রেসার কুকার,

১০. টোস্টার/ স্যান্ডউইচ মেকার/ ব্লেনডার/ ফুড প্রসেসর/ জুসার/ কফি মেকার।

১১. সাধারণ ও বৈদ্যুতিক টাইপ রাইটার,

১২. গৃহস্থালী সেলাই মেশিন (মেনুয়াল/বৈদ্যুতিক)

১৩. টেবিল / প্যাডেস্টাইল ফ্যান,

১৪. স্পোর্টস সরন্জাম (ব্যাক্তিগত ব্যবহারের জন্য)

১৫. ২০০ গ্রাম ওজনের স্বর্ণ/র্যোপ্য অলংকার (এক প্রকারের অলংকার ১২টির অধিক হবে না)।

১৬. এক কার্টুন সিগারেট (২০০ শলাকা),

১৭. ২৪” পর্যন্ত রঙ্গিন টিভি (সিআরটি)/সাদাকালো টিভি,

১৮. ভিসিআর/ভিসিপি,

১৯. সাধারণ সিডি ও দুই স্পিকার সহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার/ সিডি/ ভিসিডি/ ডিভিডি/এলডি/ এমডি সেট)

২০. ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি ব্লুরেডিস্ক প্লেয়ার,

২১. এলসিডি মনিটর ১৭” পর্যন্ত (টিভি সুবিধা থাকুক বা নাই থাকুক),

২২. একটি মোবাইল সেট।

আমি কিন্তু ৫টি মোবাইল এনেছিলাম। কাষ্টমস ধরে নাই। হি হি হি। আফারা যারা এই পোস্ট পড়বেন, তাদের স্বামী (সোয়ামী/হাজবেন্ড) যদি প্রবাসে থাকেন, দেশে আসার সময় কম অলংকার আনলে রাগ কইরেন না, কারন তার ইনকাম রেন্জটা দেখবেন, একটু কম অলংকার আনলেই সে কিন্তু আপনাকে কম ভালোবাসে না।

আর একটা কথা, যারা টাইগার এয়ার ওয়েজে ভ্রমন করবেন, তারা কোন স্পোর্টিং রিলেটেড জিনিস-পত্র আনতে হলে ২০ সিং ডলার বা সমপরিমান অর্থ দিতে হবে। এরা এক কিলো পন্য ও বেশী আনতে দেয় না। এক কিলো বেশী পন্যের জন্য প্রায় ১৩২০ টাকা ট্যাক্স দিতে হয় টাইগার কে। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এ ক্যারি ১৫ কেজি পর্যন্ত আনা যায় আর ৪৪.৪০ কিলো পর্যন্ত বুকিং দেয়া যায়।

যারা বিদেশ থেকে কম্বল আনেন, তারা ২টি কম্বল এক সাথে বাধবেন না। এয়ার পোর্ট এভাবে এখন আর এলাউ করে না। ২টির বেশী কম্বল আনতে দেয় না। কারণ আপনার জন্য যে আয়তনের জায়গা বরাদ্দ আছে তা ২ কম্বল ও একটি লাগেজেই ভরে যায়। কম্বল ৩টি হলে অন্যর কম্পার্টমেন্ট শেয়ার করতে হয়। তাই ডিজএলাউড।

কোন কিছু বাদ পড়লে আমাকে জানান। আপডেট করে দেব। আর ভালো বা কাজে লাগলে মন্তব্য করুন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।



মন্তব্য চালু নেই