জেনে নিন বাদুরের তাপ সেন্সর ক্ষমতা ও খাদ্যাভ্যাস সম্পর্কে অজানা তথ্য

যে বাদুর ঠিক মতো চোখে দেখতে পায় না সে আবার কিভাবে নিজের খাদ্য জোগার করবে। শব্দ সোনার ক্ষমতার মতোই ভ্যাম্পার বাদুরের রয়েছে সূক্ষ তাপ অনুভূতি যার মাধ্যমে বিশেষ রকমের খাবার চিনতে তাদের ভুল হয় না।

সাম্প্রতিক গবেষণায় এই বিষয়টি জানা যায়। এই প্রজাতির বাদুরের নাকের পাশে বিশেষভাবে রক্ত প্রবাহিত হয় যার মাধ্যমে তার আসে পাসে কি খাদ্য রয়েছে এমন কি রেডিয়েশনও অনুভব করতে পারে।

মানুষের জিহবা, চোখ ও ত্বকে প্রায় একই ধরনের ব্যবস্থা (TRPV1 ) আছে যার মাধ্যমে মানুষ খুবই সুক্ষ্ম কোন আঁশ জাতিয় পদার্থের উপস্থিতি বুঝতে পারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সানফ্রান্সিসকোর অধ্যাপক জুলিয়াস বলেন,

The heat-sensing molecules in the vampire bat’s nose are a good example of mechanisms that evolve in an animal to detect the things that are most salient to its survival

নেচার পত্রিকায় এ বিষয়ের সাম্পতিক গবেষণা পত্রও রয়েছে।



মন্তব্য চালু নেই